আর মাত্র কয়েকদিন পরেই পৃথিবীর সবচেয়ে পরাশালী রাস্ট্র মার্কিন যুক্ত রাস্ট্রের নির্বাচন ।বাংলাদেশীদের দুইটা চাওয়া নাকি থাকি ।এক ,আমেরিকার ধবংশ ,দুই আমেরিকান ভিসা ।এরা সারাদিন আমেরিকা ধবংশ হোক এই দোয়া করে আর ভিসা নেবার সময় সবার আগে দৌড় দেয় ।আপনারা যারা মার্কিন নির্বাচন নিয়ে খবরা খবর রাখেন ,তারা দেখবেন যে , বাংলাদেশের মিডিয়া গুলো ফুলিয়ে ফাপিয়ে দেখাচ্ছে যে ,মার্কিন নির্বাচনে মুসলিম ভোট কত টা ব্যবধান করে দিতে পারে । সত্যি কথা বলতে কি এখনো আমেরিকার নির্বাচনে মুসলিম ভোট এতটা প্রভাব ফেলার মত অবস্থানে নেই ।মার্কিন মোট ভোটারের ১% থেকে ও কম ভোট মুসলিম দের ।বরং মুসলিম ভোটার থেকে ইহুদি ভোটার সংখ্যা বেশী ।যেখানে ৫৫ থেকে ৬০ লাখ মুসলিম ভোটার সেখানে ইহুদি ভোটার প্রায় ৭০ লক্ষের কাছাকাছি ।বাংলাদেশের মিডিয়া গুলোকে আমি কোন দিন সত্য ,ও নিরেপেক্ষ অবস্থানের বাহক বলে মনে করি না।চাটুকার বলেই মনে হয় ।ইস্রায়েল ,ফিলিস্তিনী যুদ্ধে এমন সমস্ত তথ্য পরিবেশন করে ,যার আগা মাথা কিছুই নাই ।মাঝে মাঝে ভাবি ,বি বি সি ,সি এন এন এর ও এত তথ্য নেই ,যা চঙ্গের দোকানে বসে ইউটিউব গুলোর কাছে আছে ।

ইরান ,ইস্রায়েল যুদ্ধ এবং বাংলাদেশি মিডিয়ার প্রলাপ

যাই হোক , মার্কিন নির্বাচনে ইহুদি বা মুসলিম ভোট যতটা না ব্যবধ্যান গড়ে দিতে পারে ,তার থেকে বেশী ব্যবধান গড়ে দিতে পারে ক্যাথলিক ভোট ।মার্কিন যুক্ত রাস্ট্রে মোট জনসংখ্যার ২২-২৫% লোক ক্যাথলিক ধর্মমতে বিশ্বাস করে ।যার প্রায় সাড়ে সাত কোটির উপরে শুধু ভোটার আছে ।এখানে জেনে রাখা ভালো যে , মার্কিন যুক্তরাস্ট্রে ক্যাথলিকদের  কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে ।এক,নেটিভ ক্যাথলিক,যারা আমেরিকান ক্যাথলিক ,দুই ,হিস্পানিক ক্যাথলিক ,লেটিনো ক্যাথলিক ,আফ্রিকান ক্যাথলিক ,এশিয়ান ক্যাথলিক ।ক্যাথলিক দের ভিতর অনেক গুলো ভাগ থাকলেও ,এদের মূল কিন্ত এক ।এরা সবাই রোমান ক্যাথলিক চার্চের অন্তভুক্ত ।এরা সবাই পোপের ব্যসতা স্বীকার করে ।আমেরিকা মূলত প্রোটেস্টান চার্চ অধ্যুষিত দেশ ।এখাঙ্কার বেশীর ভাগ লোকই প্রোটেস্টান ।ক্যাথলিকদের কিছু কিছু কোর ভিত্তি আছে ।

পেন্সিলভিনিয়াতে প্রো লাইফ র‍্যালীর অংশ

।যার অন্যতম প্রধান ভিত্তি হলো ,ক্যাথলিকরা গর্ভপাতে বিশ্বাস করে না ।যারা ক্যাথলিক মতে বিশ্বাসী তারা কখনোই গর্ভপাতের বিপক্ষে যায় না ।গর্ভপাত ভালো কি মন্দ সেই বিষয়ে তর্কে যাচ্ছি না ।যারা কট্টোর ক্যাথলিক ,তারা কখনোই কমলা হ্যারিস কে ভোট দিবে না ।কারন কমলা হ্যারিস গর্ভ পাতকে সমর্থন করে।যদিও ট্রাম্প ক্যাথলিক নন ,তবুও ট্রাম্প গর্ভপাতের পক্ষে না থাকার কারনে ক্যাথলিক ভোটের বেশীর ভাগ অংশ পাবেন বলেই ধারনা করা হচ্ছে ।২০২০ সালে ৫৯% ক্যাথলিক ভোট ট্রাম্পের পক্ষে গিয়েছে ।আর মাত্র ৪০ শতাংশ ভোট পেয়েছিলেন জো বাইডেন ।আমেরিকার ইতিহাসে মাত্র দুই জন ক্যাথলিক প্রেসিডেন্ট ছিল, একজন , জন এফ কেনেডি আরেকজন জো বাইডেন ।এখানে স্পষ্ট একটা বিষয় লক্ষ্য করা যায় ,জো বাইডেন ক্যাথলিক হলেও ,ক্যাথলিক ভোট পান কি ,এর প্রধান কারন হচ্ছে ,ক্যাথলিক চার্চ যা সমর্থন করে না ,ডেমোক্রেট রা তাই সমর্থন করে।যার ,একটা হলো গর্ভপাত ।গর্ভপাতকে ক্যাথলিক দৃষ্টি ভঙ্গিতে পাপ বলে মান্যতা দেওয়া হয় ।নেটিভ আমেরিকানদের মাঝে ,পিউ রিসার্চের গবেষনা অনুযায়ী ৬১% ক্যাথলিক এই বার কমলা হ্যারিস কে ভোট দিবেন না ।তারমানে ৭ কোটি ক্যাথলিক থেকে চার থেকে সাড়ে চারকোটি হোয়াট ক্যাথলিক ।আর এর ভিতর থেকে আড়াই থেকে দুই কোটি আশি লাখ ক্যাথলিক ভোট কমলা হ্যারিস পাচ্ছে না ।যদি পিস রিসার্চ এর জরিপ সত্য হয়ে থাকে ।

ট্রাম্পের সমর্থনে ভাষন মঞ্চে একজন ক্যাথলিক সন্ন্যাসিনী।

ক্যাথলিক ভোট ,জো বাইডেন থেকে কমলা হ্যারিসের পাওয়া আর কঠিন হয়ে গেছে ।কারন যেই হিস্পানিক ক্যাথলিক দের কমলা হ্যারিস ট্রাম্প কার্ড মনে করত ,তারাও অতিরিক্ত অভিবাসনের চাপের কারনে কমলা হ্যারিসের বিপক্ষে চলে গেছে ।আগে যেখানে ৮০-৯০% হিস্পানিক ডেমোক্রেটদের সমর্থন করত ,তারা এখন কমলা হ্যারিসের প্রতি সমর্থন তুলে নিচ্ছে ।আমেরিকাতে মোট সাত টি রাজ্য কে ব্যাটেল গ্রাউন্ড হিসেবে ধরা হচ্ছে।এ গুলো হলো ,আরিজোনা ,জর্জিয়া ,মিসিগান ,পেন্সেলভিনিয়া ,নর্থ ক্যারোলাইনা ,উইসকিন্স ,নাভাদা ।এই সাতটি রাজ্য এই বার ভাগ্য নির্ধারন করে দিবে , কে হোয়াইট হাউজে বস্তে যাচ্ছে ।আরিজনাতে ২১% ক্যাথলিকের বাস ,সেখানে ২% ইহুদি আর ১% এর কম মুসলিম বসবাস করে ।তারমানে বুঝাই যাচ্ছে যে ক্যাথলিক ভোট কি পরিমান গুরুত্বপূর্ন এই রাজ্যে ।জর্জিয়া ৯%,পেন্সিলভিনিয়াতে ২৪%,মিসিগানে ১৮%,নর্থ ক্যারোলিনাতে ৯%,উইসকিন্সে ২৫% ,আর নাভাদতে ২৫% ক্যাথলিকের বাস ।এই রাজ্য গুলোতে বেশ ভালো ভাবেই ক্যাথলিক ভোট যে ট্রাম্প কার্ড হয়ে যাবে ,তা কিন্ত বেশ ভালো ভাবেই বোঝা যাচ্ছে ।মোট কথা ইহুদি আর মুসলিম ভোট থেকে অনেক বেশি গুরুত্ব পূর্ন হলো ক্যাথলিক ভোট আদায় ।সে ক্ষেত্রে ট্রাম্প একটু এগিয়েই থাকবেন ,তার কারন হলো ট্রাম্পের রানিং মেট  যে ডি ভিন্স একজন ক্যাথলিক ।এবং তিনি প্রকাশ্যেই তার ক্যাথলিক বিশ্বাসকে উপস্থাপন করেন ,যা ইতি মধ্যে ক্যাথলিক ভোটারদের মধ্য ব্যাপক সারা ফেলেছে ।

মার্কিন নির্বাচনে ট্রাম্পের রানিং মেট জে ডি ভেন্স ।যিনি একজন ক্যাথলিক।

মোট কথা হচ্ছে ,এই বার ইহুদি বা মুসলিম ভোট নয় ,যে প্রার্থী যত বেশি ক্যাথলিক ভোট টানতে পারবে ,হোয়াইট হাউজ তার দখলেই যাচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *